ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

শেকৃবি উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন রেজিস্ট্রার

শেকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২০ রবিবার

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ- উপাচার্য এবং কোষাধ্যক্ষ এর মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ এক মাস যাবৎ অভিভাবকহীন প্রশাসন। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছে অনেক শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম। আজ রবিবার (২০ সেপ্টেম্বর ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব দেয়া হয়।
এতে উল্লেখ করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

শেখ রেজাউল করিম ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ স্নাতকোত্তর করেছেন। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেছিলেন।

আরকে//