ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

পূর্বাঞ্চলীয় ইউক্রেইনে শান্তির সম্ভাবনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২ এএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার

(ছবি- এপি)

(ছবি- এপি)

পূর্বাঞ্চলীয় ইউক্রেইনে দুই মাসের কম সময় ধরে ইউক্রেইন সরকার ও রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যেকার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে ২০১৪ সালের এপ্রিল মাসে দুটি পক্ষের সংঘাত শুরু হবার পর দীর্ঘ সময় ধরে পরিস্থিতি শান্ত রয়েছে। খবর ভয়েস অব আমেরিকা’র। 

আশা করা হচ্ছে এ পরিস্থিতির মাধ্যমে চিরস্থায়ী শান্তির সূচনা ঘটবে। 

ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ রাশিয়া কুক্ষিগত করার পর এই সংঘাতের সৃষ্টি হয়। সংঘাতে সেখানে ১৩ হাজার মানুষ মারা যান। 

চলতি বছরের ২৭ জুলাই যুদ্ধবিরতির ঘোষণার পর জাতিসংঘ মানবাধিকার নজরদারি মিশন পূর্বাঞ্চলীয় ইউক্রেইনের সংঘাত ৫৩ শতাংশ কমে যায় বলে জানায়।  

এমএস/