ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

অনশনরত ইরানি মানবাধিকার আইনজীবী হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ইরানি মানবাধিকার আইনজীবী নাসরিন সেতুদেহ- এএফপি

ইরানি মানবাধিকার আইনজীবী নাসরিন সেতুদেহ- এএফপি

কারারুদ্ধ ইরানি মানবাধিকার আইনজীবী নাসরিন সেতুদেহ’র স্বামী জানান, সেতুদেহ ৪০ দিনের বেশি অনশন ধর্মঘট পালনের সময় অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। পরে তাকে তেলেঘানি হাসপাতালে নিয়ে যায় কারাগার কর্তৃপক্ষ। খবর ভয়েস অব আমেরিকা’র। 

তাঁর স্বামী রেজা খান্দান টেলিফোন মারফত এএফপি সংবাদ মাধ্যমকে জানান, হাসপাতালে স্থানান্তরের পর তাঁকে হৃদরোগ ইউনিটে ভর্তি করা হয়েছে। 

আইনজীবী নাসরিন সেতুদেহ ইরানে রাজনৈতিক নেতাদের মুক্তি ও করোনা সঙ্কটে আরও মনোযোগী হতে ১১ অগাস্ট থেকে অনশন ধর্মঘট শুরু করেন। 

এমএস/