ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

আইসোলেশন কেন্দ্র পুরোপুরি বন্ধ না করতে পরামর্শ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার

আইসোলেশন কেন্দ্র (বিচ্ছিন্নকরণ কেন্দ্র) পুরোপুরি বন্ধ না করা এবং বিদেশ থেকে আগতদের জন্য করোনা ট্রেসার অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে কোভিন নাইনটিন (কোভিড-১৯) জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সাথে পরামর্শক কমিটির ২০ তম অনলাইন সভায় (রোববার) এসব সিদ্ধান্ত উঠে আসে। এছাড়াও কোভিড ভ্যাকসিনের টেকনোলজি নিয়ে দেশে উৎপাদন করার সরকারের পরিকল্পনার প্রশংশা করা হয়। হাসপাতালে দায়িত্ব পালনের পর স্বাস্থ্য কর্মীদের কোয়ারেন্টাইনের জন্য নিরাপদ আবাসনের উপর গুরুত্ব আরোপ করা হয়। 

স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন দুর্গা পূজা উদযাপনসহ ৯টি বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয় সভায়। 

এমএস/