ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

জয়পুরহাটে নির্ধারিত সময়ে পৌরসভা নির্বাচনের দাবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৪:১১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

সীমানা বৃদ্ধির গেজেট প্রকাশের প্রতিবাদ জানিয়ে নির্ধারিত সময়ে পৌরসভা নির্বাচনের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জয়পুরহাট পৌরসভার সচেতন নাগরিক ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে। 

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম বেনু, পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, পুরানাপৈল ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নিখিল চন্দ্র মন্ডল, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন,‘জয়পুরহাট পৌরসভার সীমানা বৃদ্ধির প্রস্তাবের মাধ্যমে গেজেট প্রকাশ করে নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে একটি মহল। পৌরসভার জনগণ যৌক্তিক সীমানা বৃদ্ধির পক্ষে কিন্তু জনগণকে না জানিয়ে গোপনে নির্বাচন বন্ধ করার যে প্রক্রিয়া চলছে তা অপচেষ্টা ও ষড়যন্ত্র। জনগণ এই ষড়যন্ত্র মেনে নিবেনা। আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।’

এআই//এমবি