ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

চুয়াডাঙ্গায় ধর্ষক স্কুল শিক্ষকের শাস্তি দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। 

আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ওই ছাত্রীর বাবা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘গত ২৬ এপ্রিল বিকেলে জীবননগর কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মামুন নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর এক ফাঁকে কৌশলে আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। একইঙ্গে ঘটনার কথা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেয়।’ 

তিনি জানান, ‘বাড়িতে এসে তার মাকে ঘটনা জানালে জীবননগর থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। ওই মামলায় আসামি আল মামুন জামিনে মুক্তি পেয়ে বর্তমানে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমতবস্থায় আসামির সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি জানাই।’

এআই//