ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

মোট ঋণের ১০ শতাংশই খেলাপি: টিআইবি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৫:০৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

খেলাপি ঋণ নিয়ন্ত্রণের বদলে উল্টো এর প্রাতিষ্ঠানিকিকরণ হয়েছে দেশের ব্যাংকিং খাতে। রাজনৈতিক হস্তক্ষেপ, দুর্বৃত্ত ব্যবসায়ী শ্রেণীর প্রভাব ও কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতা মিলিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)।

টিআইবি বলছে, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত খেলাপি ঋণ খানিকটা কমলেও এরপর থেকে তা ধারাবাহিকভাবেই বেড়েছে। ২০১৯ সালে তা বেড়ে মোট ঋণের ১০ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। তবে অবলোপন, পুনঃতফসিলিকরণ এবং পুনর্গঠনের নামে অনেক খেলাপি ঋণকে আড়াল করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাধীন ও শক্তিশালী ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ তাদের।

টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক, যেটি নিয়ে আমাদের গবেষণা। যার উপর জনগণের এই আমানত তদারকি করাসহ সুরক্ষার দায়িত্ব। তারা এই যে জনগণের অর্থ লুটপাটকারী একদিক থেকে, অন্যদিক থেকে তাদের হাতে জিম্মি যে সরকার- এই দুই শক্তির চাপের ফলে একটি প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে ঋণখেলাপী নিয়ন্ত্রণের ক্ষেত্রে।

 

এএইচ/এসি