ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

রাজনীতির বিষবাষ্প ছড়াচ্ছেন ট্রাম্প: শি জিন পিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে রাজনীতির বিষবাষ্প ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভার্চুয়াল মাধ্যমে দেয়া যুক্তরাষ্ট্রের বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি। 

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্ব পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার অধিকার কোন দেশের নেই।’

এর আগে একই অধিবেশনে চীনকে প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার দায়ে অভিযুক্ত করার পাশাপাশি ইরানের পরমাণু সমঝোতাকে সবচেয়ে খারাপ চুক্তি বলে অভিহিত করেন ট্রাম্প। 

তিনি বলেন, ‘আমেরিকা বর্তমানে একটি অদৃশ্য শত্রুর (করোনাভাইরাস) বিরুদ্ধে লড়াই করছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার কারণে জাতিসংঘের উচিত চীনের কাছে ব্যাখ্যা দাবি করা।’  
  
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘ইরানের পরমাণু সমঝোতা সবচেয়ে খারাপ চুক্তি। তাই, এটি থেকে আমেরিকাকে বের করে  ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

তবে, মার্কিন প্রেসিডেন্ট এমন সময় পরমাণু সমঝোতা সম্পর্কে এ মন্তব্য করলেন যখন সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেশগুলো অত্যন্ত জোরালো ভাষায় এই সমঝোতার প্রতি সমর্থন জানিয়েছে এবং আমেরিকার ইরানবিরোধী পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।   

এআই//এমবি