ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক রোববার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে আগামী রোববার ভার্চুয়ালি বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রোববার সকালের দিকে এই বৈঠক হতে পারে।

সূত্র জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করা হয়। তাঁর আগ্রহের প্রেক্ষিতেই ওই টেলি কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

করোনা মহামারির কারণে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফ্লাইট জটিলতা নিরসন এবং ভিসা ও আকামার মেয়াদ সৌদি সরকার কর্তৃক বৃদ্ধির পর দুই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় উঠে আসবে বলে জানানো হয়।

ইতিমধ্যে আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪টি বিশেষ ফ্লাইট পরিচালনারও অনুমতি দেওয়া হয়েছে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকা থেকে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরবে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে।

এএইচ/এমবি