ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় কয়েকশ পণ্যবাহী ট্রাক

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

দৌলতদিয়া ফেরিঘাটে পণ্যবাহী ট্রাকের সারি আজও কমেনি। ফেরি ও নাব্যতা সংকট এবং নদীতে তীব্র স্রোত থাকায় ঘাটে গত কয়েক দিন যাবৎ ফেরি পারের অপেক্ষায় প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে করে চালকদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে। 

জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় নাব্যতা সংকটের কারণে ড্রেজিং করা হচ্ছে। এতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে ফেরিগুলোর। এদিকে এই নৌরুটের তীব্র স্রোত ও ফেরি সংকটে পারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাকগুলো।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন জানান, ‘এই নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় নাব্যতার কারণে ড্রেজিং করা হচ্ছে। যে কারণে ফেরিগুলো স্বাভাবিক চলাচল করতে একটু সমস্যা হচ্ছে।’

তিনি জানান, ‘এই নৌরুটে বর্তমান ৯টি রোরো (বড়), ৫টি ইউটিলিটি (ছোট) সহ মোট ১৪টি ফেরি চলাচল করছে। পাশাপাশি  ১৬টি লঞ্চ চলাচল করছে। ড্রেজিং হওয়ার পর ফেরিগুলো স্বাভাবিক চলাচল করতে পারবে।’

এআই/এমবি