ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

টয়লেটে মিলল নবজাতকের মরদেহ 

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের নতুন ভবনের ৩য় তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা।

পরে তা হাসপাতালের মর্গে নেয়া হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে শনাক্ত ও আটক করা যায়নি। 

ফেনী জেনারেল হাসপাতালের (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, ‘সকালে টয়লেট পরিষ্কার করার সময় মৃত নবজাতকটির মরদেহ দেখতে পায় পরিচ্ছন্নতা কর্মীরা। পরে পুলিশকে খবর দিলে নবজাতকটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল সম্পন্ন করেছে।’ 

তবে মরদেহটি কোথা থেকে এলো এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ হাসপাতালের সিসি ক্যামরাগুলো পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। 

এআই/এনএস/