ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

গভীর রাতে উপাচার্যের ক্যাম্পাস ত্যাগ

প্রকাশিত : ০৯:০৫ এএম, ৬ মে ২০১৭ শনিবার | আপডেট: ০৯:২৯ এএম, ৬ মে ২০১৭ শনিবার

শুক্রবার গভীর রাতে ক্যাম্পাস ত্যাগ করেছেন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ নানান অভিযোগে অভিযুক্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুর উন নবী।
৫ মে ছিল চাকুরির মেয়াদের শেষ দিন। সারাদিন তিনি নিজের বাসাতেই কাটান। গণমাধ্যম কর্মীরা তার বাসার সামনে অপেক্ষা করলেও তিনি কারো সাথেই দেখা করেননি।  পরে রাত সাড়ে বারোটার দিকে বাসার পেছনের দরজা দিয়ে বের হয়ে একটি ভাড়া করা মাইক্রোবাসে উঠে চলে যান। ক্যাম্পাস ত্যাগ করে চলে যাবার আগে তিনি কাউকে দায়িত্ব বুঝিয়ে দেননি বলে জানা গেছে।