ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

কক্সবাজারের ৮ ওসিসহ ৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

কক্সবাজার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ আট জনের পর এবার জেলার ৮ থানার ওসিসহ ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মোঃ  মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। বদলি হওয়া সকল পরিদর্শককে চট্টগ্রাম রেঞ্জ ছাড়া অন্য রেঞ্জে বদলি করা হয়।
          
বদলিকৃতরা হলেন- উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু সিলেট রেঞ্জে, মহেশখালী থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌস বরিশাল রেঞ্জে, ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার বরিশাল রেঞ্জে, চকরিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান খুলনা রেঞ্জে, রামু থানার ওসি মোঃ আবুল খায়ের রাজশাহী রেঞ্জে, পেকুয়া থানার ওসি মোহাম্মদ কামরুল আজম রংপুর রেঞ্জে, টেকনাফের ওসি (তদন্ত) এবিএমএস দোহা খুলনা রেঞ্জে, ডিএসবি’র ওসি (ডিআই-১) মোঃ আলী আরশাদ বরিশাল রেঞ্জে, কুতুবদিয়ার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী খুলনা রেঞ্জে, সদর থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা মোঃ মাসুম খান খুলনা রেঞ্জে, রোমেল বড়ুয়া সিআইডি ঢাকায়, মিজানুর রহমান সিআইডি ঢাকায়, মোঃ মঈন উদ্দিন বরিশাল রেঞ্জে, খোরশেদ আলম সিলেট রেঞ্জে, মোঃ একরামুল হক বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আমিরুল ইসলাম রংপুর রেঞ্জে, মানস বড়ুয়া ময়মনসিংহ রেঞ্জে, এসএম মিজানুর রহমান এসএমপি সিলেটে, এসএম আতিক উল্লাহ ঢাকা রেঞ্জে, মোঃ আবুল মনসুর বরিশাল রেঞ্জে, মোহাম্মদ ইয়াছিন এসএমপি সিলেট, মোঃ আনোয়ার হোসেন বরিশাল রেঞ্জে, মোহাম্মদ আরিফ ইকবাল রাজশাহী রেঞ্জে, মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী রেঞ্জে এবং শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ সিলেট রেঞ্জে, আমিনুল ইসলাম এসএমপি সিলেটে, প্রদীপ কুমার দাস (কোর্ট ইন্সপেক্টর) এসএমপি সিলেটে, মোঃ আনিছুর রহমান বরিশাল রেঞ্জে, মোঃ ফজলুল আলম বরিশাল রেঞ্জে, রূপল চন্দ্র দাস (বিপিএ, সারদায় সংযুক্ত) বরিশাল  রেঞ্জে, মোঃ বদরুল আলম তালুকদার সিলেট রেঞ্জে, মোঃ হাবিবুর রহমান খুলনা রেঞ্জে এবং টেকনাফ থানার রফিকুল ইসলাম খান বরিশার রেঞ্জে।

এই ৩৪ পুলিশ কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নং- ১৭.০০.০০০০.০৩৫.১৯.১৩৩.১৫.৯৪ এর সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে বদলি করা হয়েছে। 

একইসঙ্গে আদেশে আরো বলা হয়েছে- পুলিশ পরিদর্শকগণ বদলিকৃত ইউনিটে যোগদানের জন্য আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন। তারা আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকায় রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুরো পোশাকে বিফ্রিংয়ে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট ইউনিট প্রধানগণ বিষয়টি নিশ্চিত করবেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেনসহ জেলা পুলিশের শীর্ষ সাত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। 

এর আগে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ হাসানুজ্জামান গতকাল বুধবার কক্সবাজারে যোগদান করেছেন। 

পুলিশের চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন- পুলিশ পরিদর্শকের পর জেলা পুলিশের সকল উপপরিদর্শক, সহকারী উপ পরিদর্শকদেরও বদলি করা হবে। কনস্টেবলদেরও বদলির আওতায় আনা হবে। তিনি জানান, কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।

মূলতঃ গত ৩১ জুলাই টেকনাফের মেরিনড্রাইভ রোডে বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে  সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের পর থেকে কক্সবাজার জেলা পুলিশে ব্যাপক রদবদল হচ্ছে। ইতোপূর্বে জেলা পুলিশে এরকম একযোগে বদলির নজির নেই।

এমএস/এসি/এনএস/