ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

বিএসটিআই’র অভিযানে নকল কার্বনেটেড বেভারেজ জব্দ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানের ২০ লক্ষ টাকার কার্বনেটেড বেভারেজ পণ্য জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের ভ্রাম্যমাণ আদালত। 

আজ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া, দশদাহী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রুপ জি-৫০ বেভারেজ লিমিটেড থেকে রয়েল টাইগার ও স্পিড এর আদলে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ নকল ও মানহীন কার্বনেটেড বেভারেজ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে রিয়েল টাইগার, ব্রেক আপ, রয়্যাল টাইগার, স্পিডি, ডেল্টা অরেঞ্জ, জি-৫০ ব্রান্ডের কার্বোনেটেড বেভারেজ। প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় মালিকের বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারানুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়। 

পাশাপাশি কারখানাটি সীলগালাও করা হয়। বিএসটিআই কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

ছবিতে উপস্থিত বিএসটিআই’র মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।  

আরকে//