ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

স্বপ্ন ধরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ০৫:১৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

স্বপ্ন ধরে আনতে জানে,নীলাকাশের বুকটি থেকে 
বিনা রথে চলতে পারে, বিধির উপর ভরসা রেখে।
স্বপ্নটাকে আপন মেধায়, পরম স্নেহে বেঁধে নিয়ে
পুষতে জানে প্রানের ভেতর, ভালবাসা, আদর দিয়ে।
স্বপ্ন যখন পোষা পাখি, দেয়না সে আর কোন ফাঁকি
পদ্মা সেতুর অল্প বাকি, কথাটা কি সত্য,নাকি?

নিন্দুকের ঐ আড্ডা খানা, যেথায় স্বপ্ন দেখা মানা
ভাওতাবাজী ওদের জানা, কথায় আছে মুন্সিয়ানা।
আকাশ থেকে এনে ধরে ,রাম পালে বাঁধলো তারে
কর্নফুলির গোপন তলায়, সুরঙ্গ  পথ বলে যারে।
পদ্মা সেতুর দুইটি তলে, উড়াল রেলের বুকে বুকে
স্বপ্ন বেঁধে দিল রেখে, স্বপ্নদ্রষ্টা নেত্রী সে কে?

যখন বোমার বৃষ্টি পরে, মৃত্যু নাচে প্রলয় ঝরে
বিধি কারে রক্ষা করে, স্বপ্ন ধরে আনতে ঘরে।
বিশ্বনেতার পদে থাকা, নিয়ম মেনে নিঁখুত কাজ
করতে জানে সেইতো একা, জগত মুগ্ধ গুণে আজ।
যে নামে আজ বাঙ্গালী আনা, হয়নি খন্ড খানা খানা
স্বপ্ন লোকও তারি জানা, বড় আপা শেখ হাসিনা ।।