ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

ঘরে ফেরা হলো না শর্টফিল্ম নির্মাতার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার

নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় শর্টফিল্ম নির্মাতা ও আলোকচিত্রী মোশারফ হোসেন রোজ নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বন্দরের সাবদি এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, শুটিংয়ের কাজ শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হন মোশারফ হোসেন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ওসি ফখরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।’

জানা গেছে, মোশারফ হোসেন রোজ সাংস্কৃতিক সংগঠন ‘এই বাংলায়’ এর সাথে সম্পৃক্ত ছিলেন। শুক্রবার বন্ধুর সাথে শুটিংয়ের কাজে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন তিনি। 

এআই//এমবি