ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

রাজধানীকে দৃষ্টিনন্দন করে তোলা হবে: সাঈদ খোকন

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ৬ মে ২০১৭ শনিবার

বিগত দুই বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যে উন্নয়ন হয়েছে, দশ বছরেও সেই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।

দুপুরে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আগামী তিন বছরে রাজধানীকে দৃষ্টিনন্দন করে তোলা হবে। বিগত দিনের সফলতা তুলে ধরে সাঈদ খোকন বলেন, কর্মজীবি মানুষের চলাচল নির্বিঘœ করতে ফুটপাত দখলমুক্ত করাসহ ৮৫ ভাগ সড়ক সংস্কারের আওতায় আনা হয়েছে। রাজধানীকে বাসযোগ্য করতে দক্ষিণ সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে, এ’সময় নগরবাসীকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান ঢাকা দক্ষিনের মেয়র।