ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

মুজিব কন্যা ‘শেখ হাসিনা’

শরিফুল ইসলাম আকন্দ

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার | আপডেট: ০৫:৫১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার

রত্নগর্ভা বঙ্গমাতার রত্ন সন্তান
জনসেবায় মনটা তাঁর নিবেদিত প্রাণ
সফল রাষ্ট্র নায়ক, সফল সরকার প্রধান |
দিগ্বিদিক ছড়িয়েছে তাঁর কর্মের সুনাম
মুজিব কন্যা 'শেখ হাসিনা’ ভালবাসার অপর নাম
ভুঁইফোড় নয় প্রকৃত রাজনীতি তাঁরে মাঝে বহমান অবিরাম।

তিনি অক্লান্ত সৈনিক, তিনি বৈপ্লিক, তিনি অসাম্প্রদায়িক 
তাঁর শক্ত নেতৃত্বে পেয়েছে বাংলাদেশ সমৃদ্ধির দিক।
উন্নয়নের মহাসড়কে দেশ, সফল তাঁর লিডারশীপ
বিশ্ব দরবারে বাংলাদেশ আজ আশ্চর্য এক প্রদীপ।

ওহে কর্ণধার, গর্বিত পিতার তুমি গর্বিত সন্তান
তোমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
নীতিতে তিনি ছিলেন অনঢ়, অবিচল, কখনই হননি দুর্বল
তুমিও তাঁর মত আপন নীতিতে অটল, অবিচল। 
জীবন তোমার বৈচিত্র্যময়, কর্মে কাটে সময়
অন্যায়ে নয় প্রশ্রয়, ন্যায়ের পক্ষে সবসময়।
নিজের চাওয়া কিছুই নেই, চাও জনকল্যাণ
বঙ্গবন্ধুর সোনার বাংলাই করতেছ বির্নিমান।
বিশ্বে তুমি ক্ষমতাধর নারী, তুমি মাদার অব হিউমিনিটি, তুমি ভ্যাকসিন হিরো
এমন আরো সম্মাননা পুরস্কারে বাংলাদেশকে বহির্বিশ্বে খ্যাতিতে করেছো বড়।

বিশেষ দিবসে কিংবা বিশেষ কারণে পিতাকে যখন করো স্বরণ
পনেরই আগস্টের করুণ কাহিনী ভেসে ওঠে মনে দেয় পীড়ন।
পরিবারের সেই বিভীষিকাময় স্মৃতি মনে হলে উদয় ফেল তুমি অশ্রুজল
হয়ে যাও  বাকরুদ্ধ, স্তব্দ, নিমগ্ন, ভাব মানুষ কেমনে হয় হায়েনার দল
ওনারা বাবার অতি কাছের ঘনিষ্টজন, সর্বদা তাঁর সাথে ছিল চলাচল 
ঘরের শত্রু বিভীষণ, ক্ষমতার লোভে বিভোর ওরে নিষ্ঠুর, কুচক্রী মহল।

কেঁদনা তুমি, ভুলে যাও দুস্মৃতি, ধরো ধৈর্য, করো অশ্রু সংবরণ।
পনেরই আগস্টের মৃত জনরা মরেও অমর, আমাদের মাঝে রবে তাদের স্মৃতির বিচরণ
ওরা ঘাতক, ওরা অপরাধী, ওরা মহাপাপী, অপেক্ষা করছে ওদের অনেক কষ্টের জীবন।
মানুষ হত্যা পুরা জাতি হত্যা, এমন অপরাধ, মহাপাপ ধর্মের কথায়
এসব পাপে শাস্তি ইহকাল-পরকাল উভয়েই কড়ায় গন্ডায়
স্বাধীনতা বিরোধী শক্তি আর তোমার বাবার হত্যাকারী বিচারের কাঠগড়ায়।
আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন কাউকে দেয়না ছাড় তাই কেউ পায়না পার
বাংলার মাটিতে তোমার বলিষ্ট নেতৃত্বে তাদের হচ্ছে সঠিক বিচার।

পিতার যোগ্য উত্তরসুরী তুমি, মজবুত তোমার নেতৃত্বে ঢাল  
শোককে করেছ শক্তি, ধরেছে নৌকার হাল, উড়ে দিয়েছো পাল 
তোমার অঙ্গীকার বাংলাদেশ হবে ডিজিটাল।
মানুষের উপহাস, বাংলাদেশ হবে নাকি ডিজিটাল!
পেরিয়ে সব উপহাস লাগালে তাক, সবাই অবাক, পৃথিবীর সাথে মিলে তাল 
জয় বাংলার সব জায়গায় আজ ০, ১ ডিজিট আর নেটের চলছে কর্মকাল।

আরকে//