আজ সাহেদের অস্ত্র মামলার রায়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার

অস্ত্র আইনে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণার জন্য ধার্য রয়েছে। ঢাকা মহানগর এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ গত ২০ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন।
দেশব্যাপী নানা জালিয়াতি-প্রতারণায় সাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার মধ্যে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র মামলায় প্রথম রায় হতে যাচ্ছে আজ। অস্ত্র আইনের ১৯(এ) ধারায় দায়ের করা এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এ মামলায় গত ২৭ আগস্ট আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
এসএ/