ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

মাহবুবে আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বসছে না সুপ্রিম কোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার | আপডেট: ১০:৩৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার

বাংলাদেশের সুপ্রিম কোর্ট- ফাইল ছবি

বাংলাদেশের সুপ্রিম কোর্ট- ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে। সোমবার সকালে আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ কথা জানান।   

তিনি বলেন, ‘আমরা ব্যথিত। অ্যাটর্নি জেনারেলের সম্মানে আজকে সুপ্রিম কোর্ট বসছে না।’এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইনজীবীরা অনলাইনে যুক্ত ছিলেন।

এদিকে আজ সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুবে আলমের দাফন হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, প্রধান বিচারপতিসহ অনেকেই। আক্রান্ত হওয়ার পর করোনামুক্ত হলেও ৭১ বছর বয়সি মাহবুবে আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে সিএমএইচে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা শানাক্ত হয়। এর মধ্যে গত শুক্রবার ভোরে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত আইউসিইউতে নেয়া হয়। 

এমএস/