ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

উত্তর জনপদে আবারও বন্যার আশংকা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার

কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে চতুর্থ দফায় বন্যার আশংকা দেখা দিয়েছে উত্তরাঞ্চলে। বেড়েছে বেশ কয়েকটি জেলায় নদ-নদীর পানি। তলিয়ে গেছে আমন ধানসহ ফসলের ক্ষেত। পানিবন্দি হয়ে আছে লাখো মানুষ। কোথাও কোথাও দেখা দিয়েছে নদী ভাঙ্গন। 

ধরলা, যমুনা, আত্রাইসহ সাত নদীর পানি সাতটি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও উলিপুর উপজেলার শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছে প্রায় ৫০ হাজার মানুষ। প্রায় ৫ হাজার হেক্টরের অধিক আমন ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। তীব্র হয়ে উঠছে নদী ভাঙ্গনও। 

এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য সবগুলো নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় পানি জমে ডুবে গেছে রোপা আমন-সহ সব ধরনের ফসল। 

নদীর পানি বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁও জেলার প্রায় সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। এরই মধ্যে অনেক মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এ সময়ের বৃষ্টিপাতকে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বলছেন ভুক্তভোগীরা। 

নেত্রকোণায় অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে আবারো বাড়ছে পানি। নিমজ্জিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে গেছে প্রায় বিশ হাজার হেক্টর জমির উঠতি রোপা আমনের ফসল। ধনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা ও ধরলা নদীর পানি কমে যাওয়ায় কিছুটা উন্নতি হয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির। তবে দুর্গত এলাকাগুলোতে এখনো অনেক বাড়ি-ঘর ও রাস্তা-ঘাটসহ ফসলি জমি বানের পানির নিচে তলিয়ে আছে। প্রায় ৩০টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন।

এসএ/