ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়াকে ভিক্ষুক মুক্ত ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার | আপডেট: ০৪:০০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ভিক্ষুক পুনর্বাস ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হচ্ছে- একুশে টেলিভিশন

ভিক্ষুক পুনর্বাস ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হচ্ছে- একুশে টেলিভিশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকালে শহরের আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ভিক্ষুক পুনর্বাস ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৫১ জন ভিক্ষুকের নাম তালিকাভূক্ত করে তাদের প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা, ২ কেজি চাল প্রাথমিকভাবে দেয়া হয়। 

সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও শহর সমাজসেবা প্রকল্পের আওতায় এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসাদুল হাসান তাপস।

সভায় প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে প্রত্যেক ভিক্ষুককে ঘর নির্মাণ করে দেয়া হবে বলে জানানো হয়। 

এমএস/