ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

লালপুরে করোনা উপসর্গে আইনজীবির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার

নাটোরের লালপুরে করোনা উপসর্গে নাটোর বারের আইনজীবি ও উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইমরান আলী মারা গেছেন। সোমবার বেলা তিনটার দিকে তিনি মারা যান। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানান, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

সাবেক সাংসদ জানান, ইমরান তার সেরেস্তার দায়িত্বে ছিলেন। তিনি কয়েকদিন ধরে শ্বাস কষ্ট ও গলায় ব্যাথা অনুভব করছিলেন। বেশ কিছুদিন আগে তিনি গলায় ছাট একটি অস্ত্রোপচার করেছেন। ২/৩দিন ধরে শ্বাসকষ্ট ও ব্যাথা বেড়ে যাওয়ায় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। সোমবার বেলা ৩টার দিকে তিনি বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু পথেই তিনি মারা যান। সে আমার খুব প্রিয়ভাজন ও বিশ্বস্ত ছিল।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইছাহাক আলী করোনা উপসর্গে ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি লালপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। বাদ মাগরিব লালপুর হাইস্কুল মাঠে তার প্রথম জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি চন্ডিগাছায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।
কেআই//