ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

স্ত্রী ও সন্তান হত্যার দায়ে বিল্লাল হোসেনের মৃত্যুদণ্ড

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৩:৩৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেনকে আদালত থেকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: একুশে টেলিভিশন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেনকে আদালত থেকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: একুশে টেলিভিশন

ভোলার পশ্চিম জয়নগর গ্রামে পরকিয়া প্রেমের কারণে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা ও কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে শিশু সন্তান মোহনা ও স্ত্রীর শরীর পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করার দায়ে স্বামী বিল্লাল হোসেনকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক। এছাড়া বিষ মেশানো ওষুধ খাইয়ে হত্যা চেষ্টা করার ঘটনায় পেনাল কোডের ২০১ ধারায় ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার সময় আদালতে ঘাতক স্বামী উপস্থিত ছিল। এ ছাড়া রায় শোনার জন্য ওই এলাকার অনেকে ভিড় জমান। 

রাষ্ট্রপক্ষের আাইনজীবী সৈয়দ আশরাফ হোসেন লাভু জানান, এটি একটি দৃষ্টান্তমূলক রায়। রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেন। ২০১৭ সালের ২ জুন রাতে ভোলা জেলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার বিবরণে জানানো হয়, বিল্লাল হোসেন ঢাকায় গাড়ি চালাত। ওই সময় তার সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি স্ত্রী শাহনাজের কাছে ধড়া পড়ে। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় বিল্লালের। এরপর স্ত্রী-সন্তানকে হত্যার সিদ্ধান্ত নেয় সে। 

আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে বিল্লাল হোসেন।

এএইচ/এমবি