ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৯ ১৪৩২

সংগীতশিল্পী শাহেদ আইসিইউতে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯ এএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

‘রোকযানা’-খ্যাত সংগীতশিল্পী শেখ শাহেদ গুরুতর অসুস্থ। রাজধানীর একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা চলছে তার। 

গত ৩০ সেপ্টেম্বর বুধবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এবং সর্বশেষ রাত ১টার দিকে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেলে ভর্তি করা হয়। 

বর্তমানে তিনি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ শিরাজীর তত্ত্বাবধানে আছেন। তিনি জানান, নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, তিনি মাইল্ড স্ট্রোক করেছেন। এ ছাড়া তার কিডনি ফেইল করেছে।

এদিকে হাসপাতালে শাহেদের সার্বক্ষণিক খেয়াল রাখছেন জি সিরিজের সিইও খাদেমুল জাহান। তিনি বলেন, রাতের চেয়ে এখন অবস্থা কিছুটা ভালো। সবাই তার জন্য দোয়া করবেন।
এসএ/