ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

গোলাম কিবরিয়া ডিএফপির ডিজি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) পরিচালক স. ম. গোলাম কিবরিয়াকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

গোলাম কিবরিয়া ২ মার্চ থেকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএফপির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। সাত মাসের মাথায় তাকে ডিএফপির ডিজি হিসেবে (চলতি দায়িত্ব) নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের বিষয়টি গোলাম কিবরিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন।

তিনি তার ফেইসবুকে লেখেন, ‘তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে আজ আমাকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) দেওয়া হলো। এ জন্য মাননীয় তথ্যমন্ত্রী, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী, সম্মানিত তথ্য সচিব এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত ২ মার্চ ২০২০ থেকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএফপির মহাপরিচালকের দায়িত্বে ছিলাম। নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বর্তমান দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।’

গোলাম কিবরিয়া ১৩তম বিসিএসের তথ্য ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরি জীবনে গোলাম কিবরিয়া জেলা তথ্য কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা  এবং উপ-প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ডিএফপির সর্বশেষ মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ইসতাক হোসেন। তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য ছিল। এখন থেকে এই পদে দায়িত্ব পালন করবেন গোলাম কিবরিয়া।

এসএ/