ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত নিহত

প্রকাশিত : ১১:০৮ এএম, ৯ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:২৩ এএম, ৯ মে ২০১৭ মঙ্গলবার

ফরিদপুরের বাসপাশ সড়কের পিয়ারপুরে দু`দল ডাকাতের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে।

ভোর ৪ার দিকে এ ঘটনা ঘটে। ফরিদপুর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার বেলাল হোসেন জানান, দুদল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়। পরে সেখান থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এরা হলো, ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার পাভেল ও কমলাপুর এলাকার সবুজ। ডাকাত হিসাবে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লাশ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।