ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন মিয়ানমারের রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৯ মে ২০১৭ মঙ্গলবার

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিয় মিন্ট থান।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের গোলাপ মিলনায়তনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুসহ পারস্পরিক ব্যবসা-বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশে দ্বায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত। মিয় মিন্ট থান আশা প্রকাশ করে বলেন, উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে।