ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৪ ১৪৩২

আজ বৌদ্ধ পূর্ণিমা

প্রকাশিত : ০৯:০৯ এএম, ১০ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৩৬ এএম, ১০ মে ২০১৭ বুধবার

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা আজ। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপ্রয়াণের স্মৃতি বিজড়িত বৌদ্ধ পূর্ণিমা, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দিনটি পালিত হচ্ছে বিশ্বজুড়ে। এ উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও দেশ-জাতির মঙ্গল কামনা করেন।
প্রায় আড়াই হাজার বছর আগের এইদিনে ধরায় এসেছিলেন গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্ম মতে, একই দিনে বোধিজ্ঞান লাভ আবার এই দিনেই মহাপ্রয়াণ হয়েছিল তার।
সকল অনাচার অবিচার আর অসুন্দরের বিরুদ্ধে জীবনভর লড়াই করে গেছেন গৌতম বুদ্ধ। রেখে গেছেন এমন এক জীবনাদর্শ যেখানে জাগতিক মোহের বদলে স্থান পেয়েছে আধ্যাত্মিকতার অপরাজেয় দর্শন।  
বিশ্বের প্রায় ৪০ কোটি বৌদ্ধ ধর্মবলম্বীর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ন। নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।
গৌতম বুদ্ধের জীবন থেকে শিক্ষা নিয়ে অনাবিল সুন্দর পৃথিবী উঠবে, দূর হবে সকল অনাচার- অবিচার; জয় হবে সত্য আর সুন্দরের।