ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

এনআইডি প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইসি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার

জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের বিরুদ্ধে সারাদেশে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সাঁড়াশি অভিযান। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন, প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। এনআইডি জালিয়াতির সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। এনআইডি জালিয়াতির দায়ে ২০১৩ থেকে এ পর্যন্ত ৩৯ কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে ইসি।

নাগরিকত্ব নিশ্চিত করে জাতীয় পরিচয় পত্র। ব্যাংক একাউন্ট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, চাকরির আবেদন, সরকারি ভাতা, জমি কেনাবেচা, ভোটার শনাক্তকরণসহ প্রতিটি ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্রের ব্যবহার।

ভূয়া এবং একাধিক পরিচয়পত্র তৈরিসহ জালিয়াতির নানা খবর প্রকাশ্যে আসছে বেশ কিছুদিন আগে থেকেই। বিভিন্ন স্থানে সংঘবদ্ধ এনআইডি জালিয়াত চক্রের সাথে যোগসাজশ আছে নির্বাচন কমিশনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর। এনআইডি সংক্রান্ত নানা অভিযোগে গেলো ৮ বছরে ৩৯ জনকে স্থায়ীভাবে বরখাস্ত করে নির্বাচন কমিশন। অপকর্ম ঠেকাতে নানা পদক্ষেপও নিচ্ছে ইসি।

এনআইডি ডিজি ব্রি. জে. সাইদুল ইসলাম বলেন, রেজিস্ট্রেশন অফিসার ছাড়া অন্য কোথাও থেকে কেউ যেন ডাটা আপলোট করতে না পারে সেজন্য ডিজিটাল স্বাক্ষর, ওটিভির সাথে ফেইস প্রিভিউ এগুলো নিয়ে আইটি ও অপারেশন দুই দিক থেকে পদক্ষেপ নিচ্ছি।

তারপরও থামছে না জাল-জালিয়াতি। সম্প্রতি সাবরিনা ও কুষ্টিয়া এনআইডি জালিয়াতির ঘটনার পর নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীতে অভিযান চলমান আছে। আর শনিবার থেকে অভিযান চলবে সারাদেশে।

এনআইডি ডিজি আরও বলেন, টেকনিক্যাল সাইড কে দেখবে, অপারেশন সাইড কে করবে এবং এডমিনিস্ট্রিটিভ সাইড থেকে কে দেখবে এই বিষয়গুলো একটা চেকলিস্ট হিসাবে ফাইন্ডিং করে একটা বই আকারে প্রস্তুত করেছি। একটি প্রথমে গ্রাউন্ডে যাবে তারা ফরমেট অনুসারে ফিলাপ করবে, এই ফরমেটে ফিলাপ করলেই আমরা বুঝতে পারবো যে কোথায় অনিয়ম হচ্ছে। শনিবার একটা টিম চলে যাচ্ছে পর্যায়ক্রমে এরকম টিম চলে যাবে।

জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে এনআইডি ডিজি জানান অপরাধীদের ছাড় দেয়া হবে না।

ব্রি. জে. সাইদুল ইসলাম বলেন, আইনবিধি, বিধান-বিধি এ সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

এএইচ/এমবি