ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

করোনায় জীবিকা সংকটে দর্শনা চেকপোস্টের শ্রমজীবীরা (ভিডিও)

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার

দর্শনা চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশে যাতায়াত করতো অন্তত দুই হাজার মানুষ। কিন্তু করোনার কারণে গত ১৩ মার্চ থেকে চেকপোস্টটি বন্ধ রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছেন এখানকার কর্মজীবীরা। সীমিত পরিসরে চেকপোস্টে কার্যক্রম শুরু করা গেলেও অন্তত অন্নসংস্থান হতো বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। 

সরেজমিন ঘুরে দেখা যায়, দর্শনা চেকপোস্ট ঘিরে গড়ে উঠেছে ছোট-বড় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া এখানে কাজ করেন ভ্যানচালক, ইজিবাইক চালকসহ কয়েকশ’ মানুষ। কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় এরা এখন জীবিকা সংকটে।

বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবীরা বলছেন, ‘যখন চেকপোস্টের কার্যক্রম চলতো, ভ্যানগাড়ি থেকে শুরু করে ছোট ছোট যানবাহনগুলো চলাচল করতো, দোকানপাট খোলা থাকতো। যার আয় দিয়ে আমাদের পরিবার চলতো।’

তারা বলেন, ‘আগে মালামাল টেনে জীবিক চলতো আমাদের। এখন কোনরকম খেয়ে না খেয়ে দিন যাপন করছি। করোনার এই সংকটে আমরা নিম্ন আয়ের মানুষরাই এখন সবচেয়ে কষ্টে আছি। এ অবস্থা অব্যাহত থাকলে মারাত্মক ক্ষতিরমুখে পড়বো আমরা।’

সীমিত পরিসরে হলেও চেকপোস্টটি চালু করা গেলে জীবিকার সংস্থান হতো বলে মনে করছেন ভুক্তভোগীরা।

এআই//এমবি