ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৮ ১৪৩১

নারীকে বিবস্ত্র করে নির্যাতন, রিমান্ড শেষে আদালতে শাহেদ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার

আসামিদের নিয়ে পিবিআই-এর ঘটনাস্থল পরিদর্শন

আসামিদের নিয়ে পিবিআই-এর ঘটনাস্থল পরিদর্শন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরেক আসামি মাইনুদ্দিন শাহেদকে ২ দিনের রিমান্ড শেষে আজ শনিবার দুপুরে আদালতে হাজির করেছে পুলিশ। 

জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, দুই দিনের রিমান্ড শেষে আজ বিকেলে মাইনুদ্দিন শাহেদকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এসএম মোসলেহ উদ্দিন মিজান-এর ২নং আমলী আদালতে তোলা হয়। ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা রয়েছে। মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে এই আসামির নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ নিয়ে এ মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে নোয়াখালীর বেগমগঞ্জে ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণের চাঞ্চল্যকর ঘটনায় আজ সকালে মামলার প্রধান আসামি বাদল, কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেখানে গিয়ে ৩০ মিনিট তারা অবস্থান করেন। তবে কারো সঙ্গে কোনো কথা বলেননি।

এনএস/