ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৩ ১৪৩২

শুভবুদ্ধি ও চেতনার জয়ের প্রত্যয়ে কবিতা পাঠের আসর

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১২ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৫২ পিএম, ২৯ মে ২০১৭ সোমবার

শুভবুদ্ধি ও চেতনার জয়ের প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে কবিতা পাঠের আসর।
রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকার ১০০ জন কবি। সত্য আর সুন্দরের সমুদ্র পাড়ি দিতে জ্ঞানের প্রদীপ জ্বালানোর অঙ্গীকার করেন তারা। রবীন্দ্র জার্নাল আয়োজিত ও দাগর সহযোগিতায় পরে কবিদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে কবি কাজী রোজী, আসাদ চৌধুরী, সেলিনা হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।