ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৩ ১৪৩২

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১২ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৩:২৬ পিএম, ২১ মে ২০১৭ রবিবার

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা।
কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। এ’ সময় তিনি বলেন, নার্সদের সার্বিক উন্নয়ন করা না গেলে চিকিৎসা সেবার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এমন মানবিক কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান হাসপাতালের পরিচালক।