ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

বাজারে সবজির সরবরাহ কম, দাম বেশি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১১ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

বাজারে কমেছে গ্রীষ্মের সবজির সরবরাহ। শীতের সবজির যোগানও কম। তাই দাম বেশি। কয়েক দফা বন্যায় ফলনহানি হয়েছে বলে এমন উচ্চদাম, বলছেন বিক্রেতারা। আর ভারত থেকে আমদানী কম হচ্ছে তাই কাঁচা মরিচের দাম বেশি বলে জানান তারা।

রাজধানীর কারওয়ান বাজার, অন্য বাজারের চেয়ে সব সময়ই পণ্যের দাম কিছুটা কম থাকে।

হেমন্তের এই সময়টাতে শীতের সবজি আসতে শুরু করেছে। তবে আগের বছরের তুলনায় যোগান কম। 

গ্রীষ্মকালীন ও বারোমাসি সবজির  সরবরাহও কমেছে। তাই বাড়তি দরে বিক্রি হচ্ছে শাক-সবজি।

সিম করলা, কাকরোল, বরবটি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে উচ্চমূল্যেই।

বিক্রেতারা জানান, দেশে চার চার বার বন্যা হয়েছে, বন্যাতে সব সবজি নষ্ট হয়ে গেছে। এখন যে আসছে তাই তো বেশি। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। এখন বিক্রি হচ্ছে আড়াইশ’ টাকা কেজি দরে, আগে ছিল দেড়শ’ টাকা কেজি। 

ক্রেতারা সন্দিহান দাম বাড়ার পেছনে হয়তো কোন চক্র সক্রিয়। তাই কর্তৃপক্ষের নজরদারী বাড়ানোর তাগিদ তাদের।

ক্রেতারা জানান, দাম তো বেশি, একেক দোকানে একেক দাম চায়। সমস্যাটা এই জায়গায়। দুই থেকে আড়াইশ’ টাকার সবজি নিলে অনেক দিন যেতো এখন এই টাকায় অল্প কিছু সবজি পাওয়া যায়। একটা ধারণা নিয়ে বাজারে আসা হয়, কিন্তু এসে দেখা যায় দাম অনেক বেশি।

বন্যার পর আবাদ বেড়েছে নানা জাতের শাক-সবজির। এগুলো বাজারে আসবে শিগগিরই। তখন দাম কমবে বলে জানান বিক্রেতারা।

এএইচ/এমবি