ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

কুমার নদে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমার নদে গোসল করতে নেমে পানিতে ডুবে ৪র্থ শ্রেণির ছাত্র রাফাত হোসেনর (১১) মৃত্যু হয়েছে। নিহত রাফাত হোসেন আলমডাঙ্গা শহরের রাধিকাগঞ্জের কায়েম আলীর ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে।

শনিবার বিকালে বন্ধুর সাথে গোসল করতে গেলে কুমার নদের স্রোতের পানিতে ডুবে তার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

জানা যায়, আলমডাঙ্গা শহরের  রাফাত হোসেন দুপুরে বন্ধু জয়ের সাথে কুমার নদে গোসল করতে যায়। পশুহাট মিয়াপাড়ার ঘাটে তারা গোসলে নামে। সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে স্রোতের টানে রাফাত ডুবে যায়। রাফাত পানিতে ডুবে গেলে তার বন্ধু জয় বাড়িতে গিয়ে সংবাদ দেয়।

পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকালে কুমার নদের পানি থেকে রাফাতের মৃত দেহ উদ্ধার করে। তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় মা ক্লিনিকে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীর কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করেন।
কেআই//