ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

স্ত্রীকে হত্যা করে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৬ এএম, ১৮ অক্টোবর ২০২০ রবিবার

আশুলিয়ায় শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে পালিয়ে গিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর থানায় আত্মসমপর্ণ করেছেন স্বামী।  খবর পেয়ে নিহত গৃহবধূ শাহীনুর বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার  (১৭ অক্টোবর) দুপুরে আশুলিয়ার কাঁঠালতলা এলাকার ওহাবের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। 

হত্যার শিকার শাহিনুর বেগম সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার বাসিন্দা। ঘাতক স্বামী রিপন (৩০) একই উপজেলার শিবরামপুর গ্রামের শুকচাঁদের ছেলে। 

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে আশুলিয়ার ভাড়া বাসায় রিপন তার স্ত্রীকে হত্যা করে। খবর পেয়ে ওই বাসায় গিয়ে কক্ষের তালা ভেঙ্গে শাহিনুরের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি শাহাজাদপুর থেকে রিপনকে আশুলিয়া থানায় আনার পক্রিয়া চলছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহাজাদপুর থানার পরিদর্শক ফজলে আশিক জানান, ‘আত্মসমর্পণ করা ঘাতক স্বামী রিপনকে গ্রেফতার দেখানো হয়েছে। স্বামী-স্ত্রী উভয়ে আশুলিয়ার ভাটিকান পোশাক কারখানায় কাজ করতেন। তবে স্বামী কিছুদিন আগে চাকুরিচ্যুত হন। এ ঘটনায় নিহতের পরিবার আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।’
এআই/এসএ/