ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

সরকার জমির মূল্যে নির্ধারণ করে দেবে না

প্রকাশিত : ০২:০৯ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার | আপডেট: ০২:৫২ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার

জমির মূল্যের ক্ষেত্রে সরকার আর দাম নির্ধারণ করে দেবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার দুুপুরে সচিবালয়ে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সাথে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ’সব কথা বলেন। এখন থেকে স্থানভেদে বাজার দর অনুযায়ি জমির দাম ধার্য করা হবে। টাকা পাচার ও কালো টাকার লেনদেন রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী আরো বলেন, সব করদাতার ট্যাক্স কার্ড দেয়া হবে। শিক্ষাক্ষেত্রে ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার বরাদ্দ দেবে বলেও জানান তিনি।