ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২২ ১৪৩১

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০ এএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১২টি পদে মোট ১ হাজার ১৯৪ জন নেবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন চাকরিপ্রত্যাশীরা। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে। এক মাস ধরে চলছে আবেদনের প্রক্রিয়া। আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেষ হবে আবেদন প্রক্রিয়া।

পদের নাম ও পদসংখ্যা
 হিসাবরক্ষক-২৫
 কম্পিউটার অপারেটর-৬৯
 সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-২
 উচ্চমান সহকারী-৩১
 সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১
 স্টোর কিপার-১
 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৪০
 অফিস সহকারী কাম ক্যাশিয়ার-২১
 হিসাব সহকারী কাম ক্যাশিয়ার-১৪
 ডেটা এন্ট্রি অপারেটর-৪৬৪
 অফিস সহায়ক-৫১৫
 নিরাপত্তা প্রহরী-১১

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়সসীমা
প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বরে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://eedmoe.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২২ অক্টোবর পর্যন্ত জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন ২২ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত করা যাবে। ওই সময়ের মধ্য ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্য এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

এমবি//