ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

চেন্নাইকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল রাজস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫ এএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

মরুর বুকে আইপিএলের ১৩তম আসরে তিনবারের চ্যাম্পিয়ন এবং গতবারের রানার্সআপ দল চেন্নাই সুপার কিংস যেন একেবারেই ছন্নছাড়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি ১০ ম্যাচে জয় মাত্র ৩টি, বাকি ৭ ম্যাচে হেরেছে।

সবশেষ সোমবার রাতে তারা রাজস্থান রয়্যালসের কাছেও হার মেনেছে তারা। বিবর্ণ চেন্নাইকে ৭ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারের আশা বাঁচিয়ে রেখেছে রাজস্থান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১২৫ রানের মামুলি সংগ্রহ দাঁড় করে। আর এই রান ৩ উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখেই তুলে নেয় রাজস্থান। 

ব্যাট হাতে নেমে দলীয় ৫৬ রান তুলতেই ৪টি উইকেট হারিয়ে বসে চেন্নাই। সেখান থেকে ধোনি-জাদেজার ব্যাটে ১২৫ রানের স্কোর পায় চেন্নাই। সর্বোচ্চ ৩৫ রান করেন রবীন্দ্র জাদেজা। মাহেন্দ্র সিং ধোনি ২৮ ও স্যাম কুরান করেন ২২ রান। বল হাতে রাজস্থানের জোফরা আর্চার, কার্তিক তেয়াগি, শ্রেয়াস গোপাল ও রাহুল তেওয়াতিয়া ১টি করে উইকেট নেন।

১২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে রাজস্থান। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও জস বাটলার। তারা দুজন ৯৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বাটলার ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭০ রান করেন। স্মিথ করেন অপরাজিত ২৬ রান। দীপক চাহার বল হাতে ২টি উইকেট নেন। 

ম্যাচসেরা নির্বাচিত হন জস বাটলার। ১০ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

এএইচ/এমবি