ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

পাট থেকে কাগজ তৈরির উদ্যোগ

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ১৩ মে ২০১৭ শনিবার | আপডেট: ০২:২৪ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার

পাট থেকে কাগজ তৈরির উদ্যোগ নেয়ার কথা জানালেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  মির্জা আজম।
শনিবার সকালে রাজধানীর ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রিতে এক সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় পাট থেকে কাগজ তৈরি ও ভিসকোস তৈরিতে সব ধরণের সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাটের উৎপাদন বাড়াতে ও সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।