ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

গুগলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার

সার্স ইঞ্চিন গুগলের বিরুদ্ধে মামলা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আস্থা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে টেক জায়ান্টের বিরুদ্ধে। এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালানোর পর এই মামলা করা হলো। খবর সিএনএনের।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

মার্কিন বিচার বিভাগের মামলার অভিযোগে বলা হয়েছে, গুগল প্রযুক্তিখাতের বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে। সে সঙ্গে ইন্টারনেটের সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপন ব্যবস্থায় নিজেদের একক আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।

গুগলের বিরুদ্ধে করা এ মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। এগুলো হল- আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।

এদিকে, এ মামলাকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ বলে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে গুগল। তারা বলছে, অনলাইনভিত্তিক বাজার এখন প্রতিযোগিতামূলক। আর এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকে সবার আগে দেখা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মানুষ নিজেদের পছন্দে গুগল ব্যবহার করে। বাধ্য হয়ে কিংবা অন্য কোনও বিকল্প নেই বলে নয়।

বিবিসির খবরে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে গুগলের মতো এত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন সরকারের তরফে এমন মামলা করা হয়নি। বলা হচ্ছে, এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালানোর পর এই মামলা করা হলো।

গত বছর গুগল শুধু বিজ্ঞাপন থেকেই আয় করেছে ১৩৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। যা গুগলের মোট ব্যবসার ৮৪ শতাংশ। 
এএইচ/ এসএ/