ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

মংলা-খুলনা মহাসড়কের বেহাল দশা (ভিডিও)

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার

দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। স্থলপথে এই বন্দরে যাতায়াতের একমাত্র পথ খুলনা-মোংলা মহাসড়ক। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির এখন বেহাল দশা। ১৯৮৪ সালে নির্মাণ হওয়ার পর তিন যুগ পার হলেও আর পুনর্নির্মাণ ও প্রশস্ত করা হয়নি।

সরেজমিন ঘুরে দেখা যায়, বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ থেকে বন্দর পর্যন্ত ১০ কিলোমিটার মহাসড়ক এখন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যানবাহন।

গাড়ি চালকরা জানান, ‘রাস্তার এমন বেহাল অবস্থার কারণে প্রতিদিনই গাড়ির কাজ করাতে হয়। রাস্তাটি দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকলেও ঠিক করা হচ্ছে না।’

পণ্য পরিবহনে দুর্ভোগের কথা জানান বন্দর ব্যবহারকারীরাও। এইচ এম দুলাল নামে একজন জানান, ‘চরম হতাশা ও ক্ষতিগ্রস্তের মধ্যে আছি আমরা। বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের উচিত দ্রুত সড়কটি মেরামতে পদক্ষেপ নেয়া।’

তবে বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর জানায়, অনুমোদনের অপেক্ষায় থাকা ৬ লেনের প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরের সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, ‘এখানে ছয় লেনের একটি রাস্তা হওয়ার পরিকল্পনা আছে। ইতিমধ্যে বিভাগীয়ভাবে অনুমোদ পেয়েছে। আগামী ডিসেম্বরে কাজ শুরু হবে।’

আর জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, ‘অনুমোদন পাওয়া রাস্তাটি বাস্তাবায়ন হলে এ দুর্ভোগ থাকবে না।’ 

এআই/এমবি