কারাগারে নিরাপত্তা এবং মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সম্মেলন
প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার

কারাগারে নিরাপত্তা এবং মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী চতুর্থ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিনিয়র কারেকশনাল ম্যানেজার সম্মেলন।
দুপুরে কারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ’সব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। বাংলাদেশসহ ১৪টি দেশের ২৮ জন সিনিয়র কারেকশনাল ম্যানেজার সম্মেলনে অংশ নেবেন। কারা-মহাপরিদর্শক বলেন, অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ কারাগার কর্তৃপক্ষ কাজ করবে। কারারক্ষীদের অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে উল্লেখ করে কারা-মহাপরিদর্শক জানান, কক্সবাজারে তিনশ’ ৩১ একর জমিতে উন্মুক্ত কারাগার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।