ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব নার্স দিবস

প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার

নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব নার্স দিবস। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ শরফুদ্দিন, উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক এ এস এম জাকারিয়া স্বপন ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল-হারুন।