আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার

আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান চালিয়েছেন শুল্ক গোয়েন্দারা। এ’ সময় বন্ধ পাওয়ায় আপন জুয়েলার্সের গুলশানের একটি শাখা সিলগালা করে দেয়া হয়।
সকালে অবৈধ টাকার অনুসন্ধানের অংশ হিসেবে এ’ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান। তিনি বলেন, সকাল থেকে আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের ৫টি স্বর্ণের দোকানে অভিযান চালানো হয়। অভিযানের সময় স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ উৎস এবং পরিশোধযোগ্য শুল্ক-কর সম্পর্কে খোঁজ নেয়া হয়। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গত পাঁচ বছরে দেশে স্বর্ণের বৈধ বাণিজ্যিক আমদানি না থাকায় প্রাথমিকভাবে স্বর্ণ ও ডায়মন্ডের ব্যবসায় অস্বচ্ছতা প্রতীয়মান হয়েছে। অভিযানে ভ্যাট কর্মকর্তা ও র্যাব সদস্যরাও অংশ নেন।