দেশ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক পথেই এগোচ্ছে
প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৫:৩৯ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার

দেশ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক পথেই এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের বিভিন্ন সূচক সরকার অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ। চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক দুই শতাংশ থাকলেও, অর্জিত হয়েছে ৭ দশমিক দুই চার শতাংশ। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশের মানুষের গড় মাথাপিছু আয় এক হাজার ছয়শ’ দুই ডলারে দাঁড়িয়েছে।
রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি’র সভায় চলতি বছরের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়।
চলতি অর্থবছরের প্রথম দশ মাসে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৭ দশমিক দুই চার শতাংশ অর্জিত হয়েছে বলে জানানো হয়। প্রধানমন্ত্রী এই অর্জনকে সবার সম্মিলিত পরিশ্রমের ফসল বলে উল্লেখ করেন। আগামী অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ বলে উল্লেখ করেন তিনি।
উন্নয়নের সঠিক পথে দেশ এগোচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এক্ষেত্রে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
তবে, বিএনপি-জামায়াত ক্ষতি না করলে দেশ অনেক দূর এগিয়ে যেত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
দেশের মানুষের কল্যাণে কাজ করতে সরকার সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।