ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হলো জামাই

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার

দুর্গা পূজায় স্ত্রীসহ শ্বশুরবাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে লাশ হয়ে বাড়ি ফিরল পংকজ বৈদ্য নামের এক যুবক। তবে একে হত্যা বলে দাবি করছে পংকজের পরিবার। বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মর্গে প্রেরণের জন্য পংকজের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানায় মামলাও দায়ের হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের প্রিয় লাল বৈদ্যর ছেলে পংকজ বৈদ্য গত রোববার বিকেলে পূজা উপলক্ষে তার স্ত্রী মিতু বৈদ্যকে নিয়ে আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে শ্বশুর রবি হালদারের বাড়ি বেড়াতে আসে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পংকজ স্ত্রী মিতুর কাছে পানি খেতে চায়। স্ত্রী তাকে পানি এনে দিলে ওই পানি পান করার সময় পংকজের গলায় আটকে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক পংকজকে স্থানীয় পল্লী চিকিৎসক সুভাষ ভক্তর কাছে নিলে তিনি পংকজকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। 

সেইমতো পংকজকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল ফাহাদ চৌধুরী পংকজকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে পংকজের ভাই পরিতোষ বৈদ্য বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করছেন। পুলিশ নিহত পংকজের লাশ মর্গে প্রেরণ করেছে।

এনএস/