২০১৭-১৮ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ১৪ মে ২০১৭ রবিবার

২০১৭-১৮ অর্থবছরের জন্য এক লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদন করেছে সরকার। অনুমোদন পাওয়া এই এডিপি চলতি অর্থবছরের বরাদ্দের চেয়ে ৪২ হাজার ৬৩১ কোটি টাকা বেশি।
রোববার শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই এডিপি অনুমোদন করা হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, এডিপির ম্টো ব্যয়ের ৯৬ হাজার ৩৩১ কোটি টাকার যোগান দেয়া হবে নিজস্ব তহবিল থেকে। আর প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৫৭ হাজার কোটি টাকা। এদিকে স্বায়ত্তশাসিত সংস্থার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার ৭৫৩ কোটি টাকা। এই অর্থ ধরলে এডিপির আকার হবে এক লাখ ৬৪ হাজার ৮৪ কোটি টাকা।