ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

নারায়ণগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, ৬ মাস পর মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার ওই কিশোরীর মা বাদী হয় মামলা করলে শুক্রবার ভোররাতে রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে। 

নির্যাতনের শিকার ওই কিশোরী নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন। 

মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, ৬ মাস পূর্বে প্রতিবেশী ভাড়াটিয়াদের দ্বারা ধর্ষণের শিকার হয় ওই কিশোরী৷ লজ্জায় ও আসামিদের হুমকিতে দীর্ঘদিন চুপ ছিল ছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায়, কিশোরী ৫ মাস ৪ দিনের অন্তঃসত্ত্বা৷ এঘটনায় বৃহস্পতিবার রাতে কিশোরীর মা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সহযোগি এক নারীসহ ৫ আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা  ঠাকুরগাঁও পীরগঞ্জের রমজান আলীর ছেলে উজ্জ্বল রানা (২০), একই থানার সাটিয়া এলাকার সাতারুল হোসেনের ছেলে তাজেল ইসলাম (১৬)। অভিযুক্তরা সহযোগি সিদ্ধিরগঞ্জ কদমতলী গ্যাসলাইন এলাকার হাজী হুমায়ুন কবিরের বাড়ির ভাড়াটিয়া মৃত. বাবুল হাওলাদারের ছেলে মো. জালাল(২১), আব্দুল্লাহপুর এলাকার মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে আব্দুল আজিজ হাওলাদার ওরফে মিন্টু হাওলাদার (৫৫) এবং তার স্ত্রী বিলকিস হাওলাদার। 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বিকেলে ওই কিশোরী নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়ছেন। আসামীদের কারাগারে প্রেরণ করেছে আদালত। 
কেআই//